তথ্যপ্রযুক্তি

অন্য ডিভাইসে ফেসবুক লগআউট করবেন যেভাবে

প্রযুক্তির দুনিয়া তরুণ থেকে বৃদ্ধ সবার পছন্দ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। যার মাধ্যমে বন্ধু বা পরিচিতদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় করা যায়। তাই ব্যবহারকারীদের তথ্য চুরি করতে ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। তাই ফেসবুকে ব্যক্তিগত তথ্যসহ আইডি সুরক্ষিত রাখার অন্যতম উপায় হচ্ছে নিজের ব্যতিত অন্য কোনো ডিভাইস থেকে অ্যাকাউন্ট লগআউট করা।

তবে অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমরা পরিচিত বা সহকর্মীদের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ থেকে ফেসবুক আইডি লগইন করে থাকি। এমন কী সামনে কোনো কম্পিউটার পেলে আর হাতে কিছুটা সময় পেলেও তা করা হয়।

কিন্তু কাজ শেষ হবার পরে অনেকেই আমরা লগ আউট করতে ভুলে যাই। এখানেই ঘটে যেতে পারে বিপত্তি। আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কারো ডিভাইসে লগইন করা থাকলে অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকি যেমন বাড়বে, তেমনি নিজের অজান্তে বড় কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। যখন মনে পড়ে অন্যের কম্পিউটার বা ফোনে ফেসবুক লগইন করা আছে তখন দুশ্চিন্তায় পড়ে যান। তবে চাইলে দূর থেকেই ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করা যায়।

যেভাবে দূর থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করবেন

এ জন্য প্রথমেই আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে একটি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন। এরপর ফেসবুক প্রোফাইল থেকে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে সিকিউরিটি অ্যান্ড লগইন বাছাই করতে হবে এবং where you are logged ইন অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগইন করা আছে।

একই সাথে আপনি জানতে পারবেন ডিভাইস গুলোর নাম, আইপি অ্যাড্রেস ও লোকেশন। সেখানে থাকা ডিভাইসগুলো থেকে যে ডিভাইসটি আপনি লগ আউট করতে চাইছেন সেটি বাছাই করে লগ আউট করতে পারবেন। এছাড়াও, আপনি see more বাটনে ক্লিক করে নিচে থাকা log out all sessions অপশনে ক্লিক করে সকল ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে দিতে পারেন। এতে এক ক্লিকে সব ধরনের লগইন সম্পর্কিত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। অন্যান্য সামাজিক মাধ্যমেও একই প্রক্রিয়ায় লগআউট করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *