চট্টগ্রাম

অপহরণের নাটক সাজিয়ে টেক্সি চুরি, চালকসহ গ্রেপ্তার ২

কোরবানির ঈদের দিন অপহরণের নাটক সাজিয়ে টেক্সি চুরি করে আত্মসাৎ করার ঘটনায় চালক ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন টেক্সিচালক নজরুল ইসলাম (৪০) ও তার সহযোগী সাজ্জাদ ইসলাম (২৭)।

ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারি জানান, নজরুল মিস্ত্রিপাড়া এলাকার মরিয়ন নামে এক নারীর সিএনজি টেক্সি ভাড়ায় চালাতেন। ঈদুল আজহার দিন প্রতিদিনের মতো গ্যারেজ থেকে টেক্সি নিয়ে বের হন তিনি। গাড়ি নিয়ে নজরুল ফেনী চলে যান। পরে গ্যারেজে ফিরে না আসায় মালিক মরিয়ম তার মোবাইলে কল দিলে নম্বরটি বন্ধ পান। পরদিন সকালে চালক নজরুলের মোবাইল থেকে তার ভায়রার ছেলে কল দিয়ে মরিয়মকে জানান, তার গাড়ি ছিনতাই হয়েছে। গাড়ি ও চালক নজরুলকে ফিরে পেতে হলে বিকাশে এক লাখ ২০ হাজার টাকা পাঠাতে হবে। নজরুলও কল দিয়ে তাকে বাঁচাতে আকুতি জানান। মরিয়ম বিকাশে ১০ হাজার টাকা পাঠান।

পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে আমরা নজরুলের অবস্থান শনাক্ত করে ফেনীতে অভিযান চালানোর প্রস্তুতি নিই। তবে নজরুল থানায় এসে জানান, নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে অপহরণ করা হয়েছিল। এক পর্যায়ে গাড়িটি চুরি করে আত্মসাৎ করার কথা স্বীকার করে সে। পরে অভিযান চালিয়ে পুলিশ সাজ্জাদকে টেক্সিসহ ফেনী থেকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *