চট্টগ্রামসন্দ্বীপ

অবৈধ সম্পদ, সস্ত্রীক দুদকের জালে সাব-রেজিস্ট্রার অফিসের সহকারী

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সহকারী মাহফুজুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য গোপন করায় মামলা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- সন্দ্বীপ উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সহকারী মাহফুজুর রহমান (৪৮) এবং তার স্ত্রী দিলুয়ারা মাহফুজ (৪২)।

মাহফুজুর রহমান চট্টগ্রামের পটিয়া উপজেলার মোহাম্মদ নগর গ্রামের এখলাসুর রহমানের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ তদন্ত করা হয়। এতে এই দম্পতি একে অপরের সহযোগিতায় প্রদত্ত সম্পদ বিবরণীতে ৩ লাখ ৭৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি সাত লাখ দুই হাজার টাকার সম্পদ ভোগ দখলে রাখার প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২’র উপ-পরিচালক মিজানুর রহমান চৌধুরী জানান, আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা তৎসহ দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *