আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে জরিমানা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন দায়ে পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদসহ ২ জনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন আচরণবিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
জানা যায়, সন্ধ্যায় পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ব্যবহার করে আনারস প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর ঘটনা ঘটে। এই অপরাধের দায়ে পদুয়া ইউপি চেয়ারম্যানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, রাত সাড়ে ৯ টার দিকে আধুনগর ইউনিয়নে বাস স্টেশনে নির্বাচনী সভায় প্রার্থী ছাড়া অন্য ব্যক্তির ছবি থাকায় আনারস প্রতীকের প্রার্থীর কর্মী আলী আহমদকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল বলেন, সরকারি অফিসকে ব্যবহার করে নির্বাচন প্রচারণা চালানো যাবে না। এছাড়া নির্বাচনী সভায় ব্যানারে-পোস্টারে প্রার্থী ছাড়া অন্য ব্যক্তির ছবি দেওয়া যাবে না।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।