দেশজুড়ে

আত্মসমর্পণকারী দস্যুরা পেল র‍্যাবের ঈদ উপহার

পবিত্র ঈদুল আযহা  উপলক্ষে সুন্দরবনের আত্মসমর্পণকারী ২৭ বাহিনীর ২৮৪ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র‍্যাব।

বুধবার ( ১২ জুন) সকাল ১১টায় মোংলা বন্দররে পিকনিক এলাকায় এ উপহারসামগ্রী বিতরণ করেন। নগদ অর্থসহ এসব উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিশমিশ, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী।

র‌্যাব ৮-এর ডিএডি মো.মোকলেছুর রহমান ঈদের এই উপহার বিতরণ করেন। তিনি বলেন, ‘আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/ বনদস্যুদের বিরুদ্ধে দায়ের করা  চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্য সব সাধারণ মামলা সহানুভূতি সহকারের বিবেচনার বিষয়টি চলমান রয়েছে। এ ছাড়া র‌্যাব ফোর্সের ডিজির পক্ষ হতে বনদস্যু বা জলদস্যুদের পূর্ববর্তী দফা অনুযায়ী এবং ক্ষেত্রবিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।’

ঈদ শুভেচ্ছা সামগ্রী  পেয়ে র‌্যাবের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন আলোর পথে আসা আত্মসমর্পণকারী এই সকল লোক  ।

তাদের আত্বসমাপনের পর ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *