জাতীয়

আত্মহত্যা করা অবন্তিকা স্নাতকে তৃতীয়

ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকা স্নাতক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছেন।

রোববার (১৯ মে) জবির আইন বিভাগের এলএলবি অষ্টম সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়।

প্রকাশিত ফলে দেখা যায়, মানসিক নির্যাতনের শিকার অবন্তিকা সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৬৫ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, অষ্টম সেমিস্টারে অবন্তিকা ৩.৭৩ পেয়েছেন। এর মধ্যে স্পেশাল পেনাল ল কোর্সে পেয়েছেন ৩.৭৫, ল অব ক্রিমিনাল প্রোসিডিউরে পেয়েছেন ৩.৫০, কনভিয়েন্সিং, ড্রাফটিং অ্যান্ড ট্রায়াল অ্যাডভোকেসি ট্রেনিংয়ে ৩.৫০, লিগ্যাল রিসার্চ অ্যান্ড রাইটিং কোর্সে ৩.৭৫, লিবারেশন মুভমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কোর্সে ৪.০০ পেয়েছেন। এছাড়া মৌখিক পরীক্ষায় অবন্তিকা পেয়েছেন জিপিএ ৪.০০।

এর আগে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে ১৫ মার্চ রাতে ফেসবুকে পোস্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অবন্তিকা। সেই ঘটনায় কোতোয়ালি থানায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *