আইন-আদালত

আদালত অবমাননা : সুপ্রিম কোর্টে ৪ সপ্তাহ মামলা করতে পারবেন না দুই আইনজীবী

প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে আদালত অবমাননামূলক ভাষা ব্যবহার করার ঘটনায় ব্যাখ্যা দিতে আদালতে হাজির হয়েছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল। তাদের চার সপ্তাহ সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তবে এ চার সপ্তাহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কোনো আদালতে (বেঞ্চে) তারা মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এসময় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের উদ্দেশ করে বলেছেন, দুই আইনজীবীর ব্যাখ্যা যদি সন্তোষজনক না হয়, তাহলে আরও বড় সাজা হতে পারে।

আদালত বর্জনের জন্যে লেখা চিঠিতে বিচার বিভাগ, নির্বাচন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অবমাননাকর বক্তব্য তুলে ধরার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ ও শাহ আহমেদ বাদলকে তলব করেছিলেন আপিল বিভাগ। সেই তলবে হাজির হন দুই আইনজীবী।

গত ৩ জানুয়ারি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ তাদের আদালতে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে স্বপ্রণোদিত আদেশ দেন।

ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *