আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমে’র এজাহারনামীয় এক সদস্য গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেপ্তার জঙ্গির নাম মো. মহিউদ্দিন (৩৫)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অপরাধ কর্মে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর পূর্ব নাসিরাবাদ সিডিএ এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার মহিউদ্দিন ও তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিভিন্ন পোস্ট করে সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির সৃষ্টি করে আসছিল। এছাড়া সে আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে সংগঠনটির সিনিয়র নেতা শায়েখ জসিমউদ্দিন রাহমানির বক্তব্য পোস্টসহ বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ও ব্যক্তিদের অস্ত্র পরিচালনা ও প্রশিক্ষণের ছবি পোস্ট দিয়ে আসছিল। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার জন্য পরিকল্পনা এবং প্রস্তুতি নিচ্ছিল সে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর পূর্ব নাসিরাবাদ সিডিএ অ্যাভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও তিনি জানান।