জাতীয়

আনসার আল ইসলাম নাম পাল্টিয়ে ‘শাহাদাত’ নামে সদস্য সংগ্রহ করছে: র‍্যাব

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা সংগঠনের নাম বদলে শাহাদাত নামে সদস্য সংগ্রহ করছে। পাশাপাশি দাওয়াতি কাজ ও প্রশিক্ষণও চালাচ্ছিল তারা এমন তথ্য জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

শনিবার (২৫ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ সময় জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকায় র‍্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে আনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন ও দুই আঞ্চলিক প্রশিক্ষককে গ্রেফতার করেছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও জঙ্গিবাদে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয় বলেও জানায় কমান্ডার আরাফাত ইসলাম। এছাড়া, গ্রেফতাকৃতরা বিদেশি জঙ্গিদের সাথে গোপন অ্যাপে যোগাযোগ করতেন বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *