চট্টগ্রাম

আনোয়ারায় উপকূলীয় এলাকা পরিদর্শনে অর্থ প্রতিমন্ত্রী

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, সদ্য বয়ে যাওয়া ঘুর্ণিঝড় রেমালের সময়ে উপকূলের সার্বিক পরিস্থিতির বিষয়ে আমি খোঁজখবর নিয়েছি, বিভিন্ন জায়গায় ঢেউয়ের কারণে বেড়িবাঁধ ভাঙ্গনের শঙ্কা ছিলো। সেসময় সরেজমিনে বিষয়টি পরিদর্শন করতে বর্তমান নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে পাঠিয়েছিলাম। গত কিছুদিন আগেও আমি বেড়িবাঁধ পরিদর্শনে এসেছি। বেড়িবাঁধের বিভিন্ন অংশ অরক্ষিত দেখে নতুন করে মাননীয় প্রধানমন্ত্রী বেড়িবাঁধের অর্থ বরাদ্দ দিয়েছেন।’

শনিবার (৮ জুন) বিকেল ৫টায় আনোয়ারা উপজেলার রায়পুর উপকূলীয় বাইঘ্যের ঘাট এলাকার বেড়িবাঁধ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, বেড়িবাঁধের কাজের বিষয়ে আপনারা তদারকি করবেন। কাজে কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাবেন। মাননীয় প্রধানমন্ত্রী চান না বাংলাদেশের কোনো জনগণ অরক্ষিত থাকুক, তিনি চান না ঘুর্ণিঝড়ের ভয়ে কোনো জনগণ আতঙ্কে থাকুক। তাই বেড়িবাঁধের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

এ সময় অন্যান্যদের মধ্যে আনোয়ারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মুজাম্মেল হকসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *