চট্টগ্রাম

আনোয়ারায় বেড়েছে সিএনজি অটোরিকশা চুরি

বিয়ের ক্লাবের বাইরে সিএনজি অটোরিকশাটি রেখে বিয়ে খেতে ঢুকেছিলেন সিএনজি অটোরিকশা চালক মো. সাদ্দাম হোসেন। খানিক বাদেই বেরিয়ে দেখলেন সিএনজি অটোরিকশাটি নেই। হন্তদন্ত হয়ে বুঝতে বাকি রইলো না তাঁর সিএনজি অটোরিকশা ‘চোরের পেটে’ গেছে। ‘অভাগা যেদিকে যায় সাগর যেন সেদিকে ফুরিয়ে যায়’— বিদ্যুৎ না থাকায় ক্লাবের সিসিটিভি ফুটেজেও ধরা পড়েনি চোর।

শনিবার (১ জুন) দুপুর পৌনে ৩ টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী-কালীবাড়ি সড়কের গুন্দ্বীপ পাড়া রাস্তার মাথায় এলাকার এ.কে. ড্রিমস ক্লাবের সামনে থেকে সাদ্দাম হোসেনের সিএনজি অটোরিকশাটি ‍চুরি যায়।

সাদ্দাম উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রৌশন বহদ্দার বাড়ির মৃত ইলিয়াসের ছেলে।

সিএনজি চালক সাদ্দাম হোসেন বলেন, ক্লাবের সামনে গাড়ি রেখে ভেতরে বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। একটু পর ভাত খেয়ে বেরিয়ে দেখি গাড়ি নাই। ঘটনাস্থলে থাকা লোকজন বলেছেন, মাস্ক পড়া দুজন লোক গাড়িটা নিয়ে গেছে। সিএনজি অটোরিকশাটি আমার উপার্জনের একমাত্র মাধ্যম। আমার পেট চলবে কিভাবে, পরিবার চলবে কিভাবে?

এর আগে শুক্রবার (৩১ মে) দিবাগত রাত ২টার পর উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার আরেকটা সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটে।

মোহাম্মদ ইসহাক (প্রকাশ কালু) ড্রাইভার বলেন, গতরাত দেড়টার দিকে মালঘর বাজারে সিএনজি তালা মেরে সিএনজির একটু পাশেই ঘুমিয়ে যায়। পরবর্তীতে ঘণ্টা দুয়েক পরে ঘুম ভেঙে দেখি আমার গাড়িটা নাই।

ঘটনার বিষয়ে আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত কেউ সিএনজি অটোরিকশা চুরির অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *