চট্টগ্রাম

আনোয়ারায় রাতের আঁধারে কমিউনিটি ক্লিনিকে চুরি

আনোয়ারায় রাতের আঁধারে কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ জানুয়ারি)মধ্যরাতে উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন খাসখামা কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম।

এই ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী প্রবাস পাল বলেন, মানুষ কতটা নিকৃষ্ট হলে সরকারি স্বাস্থ্য ক্লিনিকের মত একটা প্রতিষ্ঠানে চুরি করে, এ ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ, অতি দ্রুত অপরাধীরা গ্রেপ্তার হবে আমরা এই বিশ্বাস করি।

খাসখামা কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সোমবার মধ্যরাতে একদল সঙ্ঘবদ্ধ দুষ্কৃতকারী খাসখামা কমিনিউটি ক্লিনিকের লোহার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৪টি আলমারির লকার ভেঙে ১টি লেপটপ, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ চুরি করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আজ মঙ্গলবার সকালে ঘটনাটি জানার পর কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনার কমিটির জরুরি বৈঠকে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার মামুনুর রশিদ জানান, আমি তিনদিন ধরে ঢাকায় ট্রেনিংয়ে আছি। যার কারনে ঘটনাটি তিনি অবগত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *