দেশজুড়ে

আন্ডারপাসের ছাদে বাসের ধাক্কা, আহত ৩০

বিআরটিসি বাসে বনভোজনে যাচ্ছিলেন তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৩০০ ফিট সড়কে পৌঁছালে একটি আন্ডারপাসের সাথে ধাক্কা খায় বাসটি। এতে আহত হয় অন্তত ৩০ জন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২ মার্চ) সকাল ১০টার দিকে কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের পূর্বাচল ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম।

পূর্বাচল ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, শনিবার সকালে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বিআরটিসির একটি দ্বিতল বাসে বনভোজনের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে সকাল ১০টার দিকে বাসটি কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের পূর্বাচল ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় আন্ডারপাসের ছাদের সাথে ধাক্কা লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা যাত্রীদের উদ্ধার করেন।

আহতদের মধ্যে ২২ জনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়া, আহতের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *