জাতীয়

আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে ড. ইউনূস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ছাত্র-জনতার খোঁজ-খবর নিতে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (সেপ্টেম্বর ৭) সকালে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেন ড. ইউনূস।

এ সময় তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের খোঁজ-খবর নেন।

হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ জানান, এ হাসপাতালে আন্দোলনে গুরুতর আহত বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ অন্তত ১১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিসিইউ) চিকিৎসাধীন। এ চারজনই মাথায় গুলিবিন্ধ হয়েছিলেন।

এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের খোঁজ-খবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *