চট্টগ্রাম

আন্দোলনে যাওয়ায় শিক্ষার্থীদের হুমকি, প্রধান শিক্ষকের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় অভিভাবকদের ডেকে কয়েকজন শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন চট্টগ্রাম নগরের বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এমন অভিযোগে শিক্ষার্থী, অভিভাবক, সমন্বয়ক ও এলাকাবাসীর বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুদ্দিন। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে পদত্যাগ করেন তিনি।

এদিকে প্রধান শিক্ষকের পদত্যাগের পর হুমকি দেওয়া আরও এক শিক্ষিকা ও বিদ্যালয়ের সভাপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের হাতে প্রধান শিক্ষকের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা নাসরিন সিভয়েস২৪’কে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশ নিয়েছে অথবা আন্দোলন সম্পর্কিত কথা বলেছে তাদের অভিভাবকদের ডেকে হুমকি দেওয়া হয়েছে রেড টিসি দিয়ে বের করে দেওয়ার। ১ আগস্ট আমাদের হেড স্যার আর সভাপতি শিক্ষার্থী ও আমাদের হুমকির দেন এবং নিষেধ করেন যাতে কোন ধরনের আন্দোলনে না যাই। তারপরও আমরা এবং আমাদের সঙ্গে শিক্ষার্থীরাও আন্দোলনে যায়। এরপর যখন ৫ তারিখে সরকার পতন হয় তখন থেকে সভাপতি পলাতক। এখন হেড স্যার এসে শিক্ষার্থীদের বলছেন তোমরা কেন আন্দোলনে গেছ? তোমাদের রেড টিসি দিয়ে বের করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এ কারণে গতকাল (সোমবার) শিক্ষার্থীদের অভিভাবকদের ডাকা হয় স্কুলে। আজ আমাদের শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং সমন্বয়করাও আসেন। এলাকাবাসীসহ সবাই তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। শেষে আন্দোলনের মুখে পদত্যাগ করেন হেড স্যার। এখন সভাপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে।’

এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুদ্দিন বলেন, ‘আমি এখন খুব ঝামেলায় আছি। কথা বলতে পারব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *