আন্তর্জাতিক

আপসহীন ইমিগ্রেশন: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের দুঃসময়

মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসীদের দুঃসময়। কোনোভাবেই অবৈধ অভিবাসীদের দেশটিতে থাকতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সময়সীমা দেয়া হয়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরমধ্যে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরতে হবে।

মালয়েশিয়ার এমন দৃঢ় সিদ্ধান্তের মধ্যে অবৈধ শ্রমিকদেরও ঘরে ফিরে আসতে হবে। বারবার এমন তাগিদেও যারা ফিরবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দেশটির সরকার।

দেশটির ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা বিদেশি অভিবাসীদের বৈধ করতে ২০২২ সালের ২৭ জানুয়ারি ‘রিক্যালিব্রেশন ২.০’ প্রকল্প হাতে নেয় দেশটি। এ প্রকল্পের মাধ্যমে নিবন্ধন করে অবৈধ অভিবাসীদের বৈধ করার সুযোগ দেয়া হয়। দফায় দফায় এ প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়। সর্বশেষ চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ থাকার মধ্যেও যারা বৈধতা নিতে পারেনি তাদের জন্য এখন অপেক্ষা করেছে আতঙ্ক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *