জাতীয়

আবারও কমলো ডিজেল-কেরোসিনের দাম

আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার। প্রতি লিটারে ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার (১ এপ্রিল) থেকে নতুন মূল্য কার্যকর হবে।

রোববার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে ডিজেল ও কেরোসিনের দাম কমানো হলেও অকটেন এবং পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ অকটেন প্রতি লিটার ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২২ টাকা থাকছে।

এর আগে, গত ৭ মার্চ প্রতি লিটার পেট্রোলের দাম ৩ টাকা, অকটেনের দাম ৪ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা কমায় সরকার।

জ্বালানি বিভাগ গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করে। এ নির্দেশিকা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *