আমবাগানে সড়কে আছড়ে পড়ল গাছ
চট্টগ্রামের খুলশী থানার আমবাগান এলাকায় একটি শতবর্ষী গাছ উপরে পড়েছে। গাছটি একটি সিএনজি অটোরিকশার ওপর আছড়ে পড়লেও যাত্রী না থাকায় হতাহত হননি কেউ। রবিবার (১১ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের একজন অপারেটর বিষয়টি সিভয়েস২৪-কে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার (১০ আগস্ট) রাত থেকেই চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুপুর নাগাদ একটি বড় গাছ হঠাৎ সড়কের ওপর পড়ে। গাছের নিচেই একটি সিএনজি অটোরিকশা ছিল। তবে সেটিতে কোনো যাত্রী ছিল না। তবে সিএনজি চালক সামান্য আহত হয়েছেন। গাছ পড়ার ফলে কিছুক্ষণের জন্য সড়কে যান চলাচল বন্ধ ছিল।
ফায়ার সার্ভিস জানায়, খুলশীর আমবাগান এলাকায় একটি বড় গাছ উপড়ে পড়ার খবর পেয়ে সেখানে একটি টিম পাঠানো হয়। তারা গাছটি সরিয়ে সড়ক যান চলাচলের উপযোগী করার কাজ শুরু করে দিয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।