রাজনীতি

‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ১ জুন

মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় প্রাথমিক পর্ব থেকে উত্তীর্ণ ১০ জন বক্তা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন।

আগামী শনিবার (১ জুন) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ মে) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করেছে। যার চূড়ান্ত পর্ব আগামী ১ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রাথমিক পর্ব থেকে উত্তীর্ণ ১০জন বক্তা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন।

বিবৃতিতে ছাত্রলীগের সব নেতাকর্মীকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *