জাতীয়

আম নিয়ে সিন্ডিকেট হতে দেব না: কৃষিমন্ত্রী

রাজশাহীতে এই বছর আমের উৎপাদন কম হয়েছে। এই সুযোগের কেউ সিন্ডিকেটে জড়ালে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আম নিয়ে সিন্ডিকেট হতে দেব না— এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ।

শুক্রবার (১৭ মে) দুপুরে রাজশাহীতে ঘনপদ্ধতিতে চাষকৃত একটি আমের বাগান পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকরা যাতে আমের সঠিক মূল্য পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সারা বিশ্বে দেশের আমের কদর রয়েছে বিশ্বব্যপী এই বছর রাশিয়া, বেলারুশ, চীন ও ভারত আম নিতে আগ্রহী। এ সময় আপাতত আম রফতানিতে ঢাকার কোয়ারেনটাইন ব্যবহার করতে হবে বলেও জানান তিনি।

ড. আব্দুস শহীদ আরও বলেন, সবজি ও ফল সংরক্ষণের জন্য দেশের সব বিভাগে হিমাগার তৈরি করা হবে। দেশি-বিদেশি সহায়তায় এটি দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *