আহলে সুন্নাত নেতাদের হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদীস কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী ও নির্বাহী মহাসচিব শায়খুল হাদীস মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হককে হত্যার হুমকির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে সংগঠনটির নেতারা সরকারকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সোমবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত মানববন্ধনে এই আল্টিমেটাম দেন সংগঠনের নেতা-কর্মীরা।
মানববন্ধনে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতৃবৃন্দ জানান, ৭২ ঘণ্টার মধ্যে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার না করা হলে সংগঠন সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে হাবিবুল মোস্তফা বলেন, “আমরা আমাদের আদর্শের জন্য লড়াই করব। কোনো হুমকি দিয়ে এদেশের সুন্নী আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। যদি সুন্নী জনতা রাস্তায় নামে, তারা দেখিয়ে দেবে সুন্নীরা কারা।”
গিয়াসউদ্দিন নিজামী বলেন, “নূর ইসলাম ফারুকী হত্যার ঘটনার পর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একইভাবে, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের চেয়ারম্যান ও মহাসচিবকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
ইসলামী ফ্রন্ট নেতা সোলায়মান ফরিদ বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য হয়েছিল, কিন্তু তা পুরোপুরি সফল হয়নি। সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং মাজারে হামলার ঘটনা আমরা দেখেছি। এখন আবার সংগঠনের নেতাদের হত্যার হুমকি দেয়া হচ্ছে। সরকারের উচিত এই হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের ৫৭ হাজার দরবার আছে এবং সাড়ে সাত কোটি অনুসারী আছে। তারা যদি রাস্তায় নামে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমরা নতুন সরকারকে সময় দিচ্ছি, দ্রুত ব্যবস্থা নিন।”
সভাপতি নূর মোহাম্মদ আলকাদেরির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হাবিবি ও মইনুল আলম চৌধুরী প্রমুখ।