চট্টগ্রামরাজনীতিলোহাগাড়াসাতকানিয়া

আ.লীগ নেতার প্রচারণায় নেমে বহিষ্কার বিএনপির ৩ নেতা

চট্টগ্রাম-১৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এমএ মোতালেবের প্রচারণায় অংশ নিয়ে বিএনপির তিন নেতা বহিষ্কার হয়েছেন।

তিনজনই সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এরা হলেন— সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, জমির উদ্দীন ও জাহাঙ্গীর আলম।

তারা চট্টগ্রাম-১৫ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের পক্ষে প্রচারণা চালাচ্ছেন— এমন প্রমাণ পেয়ে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম তাদের বহিষ্কার করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করছে বিএনপি। সাতকানিয়া-লোহাগাড়া আসনেও বিএনপির কোনো প্রার্থী নেই। প্রার্থী না থাকলেও বহিষ্কার হওয়া তিনজন স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেবের পক্ষে প্রচারণা গিয়েছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুুফিয়ান বলেন, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *