ইউক্রেন-রাশিয়ার মধ্যে ২০৬ যুদ্ধবন্দি বিনিময়
রাশিয়া ও ইউক্রেন প্রত্যেকে ১০৩ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। এ যুদ্ধবন্দি বিনিময়ের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) উভয় দেশ এ বিষয়ে নিশ্চিত করেছে।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সের এক বিবৃতিতে জানিয়েছে, উপসাগরীয় দেশটি এ নিয়ে অষ্টমবারের মতো ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবন্দি বিনিময়ের ক্ষেত্রে মধ্যস্থতা করেছে। এবারের মধ্যস্থতায় দুই দেশের মোট ২০৬ জন মুক্তি পেয়েছেন।
শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১০৩ জন রুশ সেনার বিনিময়ে সমান সংখ্যক ইউক্রেনীয় সেনাকে মুক্তি দিয়েছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি শনিবার সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন, ‘আমরা সফলভাবে আরও ১০৩ জন সেনাকে রাশিয়ার বন্দিদশা থেকে ইউক্রেনে ফিরিয়ে এনেছি। আমাদের লোকেরা বাড়ি ফিরে এসেছে।’