ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকদের জাতীয়করণেরন দাবী
ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাতে জাতীয় করণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে নওগাঁ শহরের একটি পার্কের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ২০১০ সালে সারা দেশে চার হাজার পাঁচশত ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়। সেখানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালকদের চাকরির ক্ষেত্রে সব সুযোগের কথা বলা হলেও তা থেকে তারা বঞ্চিত। ফলে গত ১৪ বছর ধরে মানবেতর জীবনযাপন করে আসছেন তারা। তাই দ্রুত চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাতে জাতীয় করণের দাবি জানান তারা।
ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতির নওগাঁ শাখার সভাপতি শামীম পারভেজের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক, রাজশাহী বিভাগের সমন্বয়ক যোবায়ের হোসাইন, সেলিম সরদার প্রমুখ।