অর্থনীতি

ইডকলের ১০৬ জনকে চাকরিচ্যুতের ঘটনায় মানববন্ধন

সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) নিয়োগপ্রাপ্ত ১০৬ জনকে কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুতরা পুনরায় তাদের বহালের দাবি জানান। এজন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বুধবার (১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তারা এসব কথা ও দাবি জানান।

তারা বলেন, চাকরিচ্যুতের এই ঘটনা অন্যায় ও অযৌক্তিক। স্থায়ী নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীকে কোনো ধরনের নোটিশ ছাড়াই হঠাৎ করে চাকরিচ্যুত করা হয়েছে। আলাপ আলোচনা ছাড়াই মে দিবসের আগের দিন হঠাৎ ইমেইলের মাধ্যমে ১০৬ জনকে চাকুরিচ্যুত করা অমানবিক। এ সময় ভুক্তভোগীরা চাকুরি পুনর্বহালের দাবি জানান।

তারা আশা করছেন, বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে ছাঁটাইকৃত কর্মীদের পাশে দাঁড়াবে। তা না হলে গৃহীত পদক্ষেপ সরকারের এসডিজি লক্ষমাত্রা অর্জনের পথে বিরাট বাঁধা হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *