আন্তর্জাতিক

ইমরান খানের মুক্তি দাবিতে উত্তাল পাকিস্তান, দুসপ্তাহের আল্টিমেটাম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানের মুক্তি দিতে সরকারকে দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে তার সমর্থকরা। রবিবার (৮ সেপ্টেম্বর) কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে তার হাজার হাজার সমর্থক ইসলামাবাদের রাস্তায় নেমে আসে।

রবিবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরা ও জিও নিউজসহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে রাজধানী ইসলামাবাদে। গতকালের এই সমাবেশ থেকে ইমরান খানকে মুক্তি দিতে আল্টিমেটাম দেয় পিটিআই।

এতে বলা হয়, পিটিআই সমর্থকদের আটকাতে রাজধানীর বেশ কয়েকটি রাস্তায় কনটেইনার রাখাসহ বিভিন্ন বাধাবিপত্তি তৈরি করা হয়। তা সত্ত্বেও জনতার ঢল নামে এই সমাবেশে।

রবিবার জনসভায় ইমরান খানের ঘনিষ্ঠ মিত্র হামাদ আজহার বলেছেন, ইমরান খান জেল থেকে ছাড়া না পাওয়া পর্যন্ত আমরা থামবো না। লাহোরের একজন বিশিষ্ট আইনজীবী এবং পিটিআই নেতা সালমান আকরাম রাজা বলেন, ইমরান খানই একমাত্র ব্যক্তি যিনি এই দেশকে দুর্নীতিবাজ ও অযোগ্য রাজনীতিবিদদের কবল থেকে বাঁচাতে পারেন।

পিটিআই-এর সমর্থক রোবিনা গাফুর আল জাজিরাকে বলেছেন, জনসভায় পৌঁছানো অনেক কষ্টের ছিল। সব রাস্তা ব্লক ছিল। কিন্তু আমরা অটুট আছি। যদি ইমরান খানের পক্ষ থেকে বিক্ষোভের কোনো ডাক আসে এবং আমরা না আসি সেটা সম্ভব না। আমাদের শেষ নিশ্বাস পর্যন্ত আমরা ইমরান খানের সাথে আছি।

সমাবেশে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন, যদি পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে এক অথবা দুই সপ্তাহের মধ্যে আইনিভাবে মুক্তি না দেয়া হয়। তাহলে আমরা তাকে নিজেরা মুক্ত করব। এ জন্য প্রথম গুলি আমার বুকে নেব আমি।

পিটিআই বলছে, জনসভায় আসা কর্মীদের দমন করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সামা নিউজের ফুটেছে দেখা গেছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে দাঙ্গা পুলিশ। এ নিয়ে তাদের দিকে ঢিল ছুড়েছে তারা। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয় কর্মসূচি। সমাবেশে দুই সপ্তাহের মধ্যে ইমরানকে মুক্তির আল্টিমেটাম দেন সমর্থকরা।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী আছেন ইমরান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *