চট্টগ্রাম

ইয়াবা উদ্ধারের মামলায় যুবকের যাবজ্জীবন

নগরীর বাকলিয়া রাহাত্তারপুল এলাকায় ২৪ হাজার ২০০ ইয়াবা উদ্ধারের একটি মামলায় মো. সেন্টু নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মো. সেন্টু কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন দেওগুর এলাকার মো. সোহরাবের ছেলে।

গতকাল চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এই রায় ঘোষণা করেন। এ সময় মো. সেন্টু কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন।

আদালতসূত্র জানায়, ২০২০ সালের ১৭ জুলাই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মো. সেন্টুকে ২৪ হাজার ২০০ ইয়াবাসহ গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা একই বছরের ২৬ সেপ্টেম্বর চার্জশিট দাখিল করলে পরের বছরের ৮ মার্চ মো. সেন্টুর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *