চট্টগ্রামরাজনীতি

‘ইয়াবা কারবারি-সন্ত্রাসীরা আনোয়ারায় একত্র হয়েছে’

ইয়াবা কারবারি-সন্ত্রাসীরা আনোয়ারা উপজেলায় একত্র হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী।

মঙ্গলবার (২১ মে) রাতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের চট্টগ্রাম নগরের সার্সন রোডের বাসায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান চৌধুরী বলেন, যত ইয়াবা কারবারি আছে, সন্ত্রাসী আছে সব আনোয়ারায় একত্র হয়েছে। তাদের প্রতিরোধ করার হেডাম আওয়ামী লীগের আছে। এক সেকেন্ডের মধ্যে প্রতিরোধ করার হেডাম আওয়ামী লীগের আছে। যুবলীগ, ছাত্রলীগ লেলিয়ে দিলেও এরা আনোয়ারায় নামতে পারবে না।

তিনি বলেন, মন্ত্রীর (সাবেক ভূমিমন্ত্রী) সম্মতি ছিল তাই আমি নির্বাচন করেছি। চুন্নাপাড়া হুজুরের ছেলে যেদিন মারা গেছেন ওই দিনও আমি বলেছি, লিডার আমি নির্বাচন করলে আপনি বিব্রত হচ্ছেন। বিব্রত হলে আমি আপনাকে বিব্রত করে নির্বাচন করব না। আপনি ২৮ তারিখ বললেও আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব। আজকে আমার লিডার (জাবেদ) আপনাদের সামনে বলেছেন, আমি সরে গেলে ভালো হবে। আমি কোনও সময় লিডারের বাইরে নেই।

এম এ মান্নান চৌধুরী আরও বলেন, যত কিছু বলি না কেন আমার নেতা আখতারুজ্জামান চৌধুরী। বাবু ভাইয়ের পেছনে হেঁটে আমি রাজনীতি শিখেছি। আমাদের মন্ত্রী মহোদয় (জাবেদ) আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করেছি। আল্লাহর রহমতে ব্যর্থ হইনি।

‘বাবু ভাইয়ের অবর্তমানে ওনাকে (সাবেক মন্ত্রী) আমরা ধরে রেখেছি, আমাদের আওয়ামী পরিবারের স্বার্থে। আমাদের কার্যকলাপে, অনৈক্যের কারণে, কোনও কারণে যদি তিনি আমাদের প্রতি বিরক্ত হন, তাহলে আনোয়ারার রাজনীতি, আনোয়ারার ঐতিহ্য সব কিছু ধ্বংস হয়ে যাবে। এখন যদি কোনও কারণে তিনি আমাদের ছেড়ে চলে যান, আনোয়ারায় বাবু ভাইয়ের ৫০ বছরের রাজনীতির ঐতিহ্য আমরা হারিয়ে ফেলব।’

ষড়যন্ত্রকারীরা আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে উল্লেখ করে এম এ মান্নান চৌধুরী বলেন, আনোয়ারায় অনেক চার্জশিটভুক্ত আসামিরা, হত্যাকারীগণ, খুনিরা, ইয়াবা কারবারিরা প্রকাশ্যে ঘুরছে। ইয়াবা কারবারিরা এক জায়গায় হয়েছে। কোটি কোটি টাকা কোথা থেকে এসেছে, ইয়াবা বিক্রি করে এসেছে।

‘মন্ত্রী (সাবেক ভূমিমন্ত্রী) আমাদের কোনও অনৈতিক কাজে জড়াতে নিষেধ করেছেন। সেজন্য আমরা কোনও অনৈতিক কাজে জড়ায়নি। থানায় দালালি করিনি। রাতের অন্ধকারে ইয়াবা বিক্রি করিনি। আমাদের নেতা (জাবেদ) সৎ। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আনোয়ারা থেকে এদের বিতাড়িত করতে হবে। আমার লিডারের সিদ্ধান্ত শিরোধার্য। নেতার সিদ্ধান্তই আমাদের জন্য চূড়ান্ত।’ বলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *