আন্তর্জাতিক

ইরানের নতুন প্রেসিডেন্টকে পুতিনের অভিনন্দন

ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার পেজেশকিয়ানকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, ‘আমি আশা করি প্রেসিডেন্ট হিসেবে আপনার মেয়াদ আমাদের বন্ধুপ্রতিম জনগণের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে অবদান রাখবে।

বার্তায় বলা হয়, কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু দুই দেশ আন্তর্জাতিক সমস্যাগুলো গঠনমূলক উপায়ে সমাধানের চেষ্টা করতে পারে।

দ্বিতীয় দফায় প্রায় তিন কোটি ভোটের মধ্যে পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৬০ লাখের বেশি ভোট পেয়েছেন। শতাংশের হিসেবে যা প্রায় ৪৫ শতাংশ। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থি সাঈদ জালিলি পেয়েছেন ১ কোটি ৩০ লাখের বেশি ভোট, যা প্রায় ৪৪ শতাংশ।

২০২৫ সালের আগে নির্বাচন হওয়ার কথা না থাকলেও হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় নির্বাচন এগিয়ে আনা হয়।

গত ২৮ জুন অনুষ্ঠিত প্রথম দফায় চার জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *