চট্টগ্রামধর্ম

ইসকন প্রবর্তক মন্দিরে জগন্নাথদেবের স্নানযাত্রা

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুন) ব্রাহ্মমুহূর্তে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এ ছাড়া নৃসিংহ আরতি, তুলসীপূজা, জপযজ্ঞ, দর্শন আরতি, গুরু পূজা, ভাগবত পাঠের আয়োজন করা হয়। পাশাপাশি জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণীর অভিষেক, ভজন কীর্তন, ভোগারতি ও প্রসাদ বিতরণ করা হয়।

আগামী ৭ জুলাই রথযাত্রা উৎসব।

অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন ইসকনের অন্যতম সন্ন্যাসী শ্রীমৎ ভক্তি কেবল গোপেন্দ্র স্বামী মহারাজ। পৌরহিত্যে করেন ইসকন প্রবর্তকের অধ্যক্ষ শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। ইসকন প্রবর্তকের সাধারণ সম্পাদক জগৎ আর্তিহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক জগৎ গুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, কোষাধ্যক্ষ জ্যোতিশ্বর গৌর দাস, বিমলা প্রসাদ দাস, শ্রীমান চিন্ময় গদাধর দাস ব্রহ্মচারী প্রমুখ।

শাস্ত্রানুসারে রথযাত্রার আগে জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *