অন্যান্যআন্তর্জাতিক

ইসরায়েল ফের হামলা চালালে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি তেহরানের

ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে হামলা ও ১৩ জনের নিহতর ঘটনায় বদলা হিসেবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এ হামলা চালায় দেশটির রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। তাদের প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে। তবে, ইসরায়েল এই হামলার প্রতিক্রিয়া দেখালে ফের কঠোর পদক্ষেপ নেবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। খবর আলজাজিরার।

গতকাল শনিবার (১৩ এপ্রিল) শেষরাতে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে হামলার কথা জানায়। এরপর হামলা শেষে তা ‘সফল’ হয়েছে বলেও দাবি করে তারা। তারপর এই হামলার দিনটি উদযাপন করা হয় ইরানে।

কাতার ভিত্তিক গণমাধ্যমটি বলছে, ইরান বলেছে, ইসরায়েলের ওপর তাদের প্রথম সরাসরি হামলা এটি। ইরানি কর্মীদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার প্রতিশোধ নিয়েছে তারা। তেহরান বলেছে, তাদের প্রতিশোধ নেওয়া ‘সমাপ্ত’ হয়েছে। তবে, ইসরায়েল আবার হামলা চালালে পরবর্তী সময়ে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রোববার এক বিবৃতিতে বলেছেন, ‘যদি ইহুদিবাদী শাসক (ইসরায়েল) বা তার সমর্থকরা বেপরোয়া আচরণ করে, তাহলে তারা কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখতে পাবে।’

আজ রোববার (১৪ এপ্রিল) ভোর থেকেই ইরানের মিত্র ও পরোক্ষ যুদ্ধের সহযোগীরা ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন স্থানে নাগরিকদের সতর্ক করতে সাইরেন বেজে ওঠে। জেরুজালেমের আকাশে শোনা যায় বিস্ফোরণের শব্দ।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলের বিমান হামলার পর থেকেই উত্তেজনা চরম আকার ধারণ করে। প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলার বিষয়ে হুমকি দিয়ে আসছিল ইরান। এরপর থেকেই যুক্তরাষ্ট্র সতর্ক করে আসছিল, এর প্রতিশোধ নিতে ইরান পাল্টা হামলা চালাতে পারে। এর পরপরই হামলার ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *