আন্তর্জাতিক

ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীরা অজ্ঞ: হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রে চলমান ফিলিস্তিনপন্থি ছাত্র আন্দোলনের চরম সমালোচনা করলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শুধু নিন্দা জানিয়েই ক্ষ্যান্ত হননি বরং, ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের অজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) দেশটির এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন হিলারি ক্লিনটন। বলেন, আন্দোলনকারী অনেক শিক্ষার্থীদের সাথেই তার কথা হয়েছে। তারা কেউই মধ্যপ্রাচ্যের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না।

এই সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, মধ্যপ্রাচ্য নিয়ে যা দেখানো আর শেখানো হচ্ছে তা ভুল। এটি অবিশ্বাস্যভাবে হামাসপন্থি ও ইসরায়েল বিরোধী।

বিক্ষোভকারীদের সমালোচনা করে হিলারি বলেন, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তির জন্য বিল ক্লিনটনের চেষ্টা সম্পর্কে তারা কিছুই জানে না। টিকটকসহ সামজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনে উসকে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও দায়ী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *