উখিয়ায় র্যাবের অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ময়নারঘোনা রোহিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন সদস্যের সশস্ত্র ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব ১৫।
মঙ্গলবার (১২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী মরাগাছতলা রোহিঙ্গা বাজারের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল- উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী গ্রামের মো. মীর কাসেমের ছেলে সিফাত (১৯), বালুখালী গ্রামের মীর কাশেমের ছেলে শাহিন ইমরান রনি প্রকাশ মিজান (১৭) ও জামতলী গ্রামের আলী আকবরের ছেলে মো. আজিজুর রহমান (১৭)।
এ সময় তাদের কাছ থেকে স্টিলের হাতল সংযুক্ত মোটরবাইকের ডিস্ক দিয়ে তৈরি একটি দেশীয় কুড়াল সদৃশ বস্তু, হাতুড়ি, ছুরি, তিনটি বাটন ফোন ও নগদ ৪৭০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
উদ্ধারকৃত আলামতসহ তিনজনকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।