চট্টগ্রাম

উখিয়া থেকে ভাসানচরে আরও ১২৪২ রোহিঙ্গা

২৪তম ধাপে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে নেওয়া হয়েছে আরও ১ হাজার ২৪২ জন রোহিঙ্গা। এর মধ্যে ভাসানচর থেকে বেড়াতে যাওয়া ১১০ জন রয়েছেন।

এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ‌দাঁড়াল প্রায় ৩৬ হাজার।

শুক্রবার (০১ মার্চ) বিকেলে নৌবাহিনীর চারটি জাহাজে করে তাদের ভাসানচরে নেওয়া হয়।

নৌবাহিনী সূত্র জানায়, বাংলাদেশ নৌ-বাহিনীর ব্যবস্থাপনায় ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তত্ত্বাবধানে কক্সবাজার থেকে বানৌজা পেঙ্গুইন, ডলফিন, টুনা ও বানৌজা তিমি নামে চারটি জাহাজে করে ১ হাজার ২৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়।

শুক্রবার বিকেলে রোহিঙ্গাদের জাহাজ থেকে নামানোর পর নৌ-বাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে তাদের ৯২, ৯৩ ও ৯৪ নম্বর ক্লাস্টারে বসবাসের জন্য হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *