উচ্চশিক্ষায় হাঙ্গেরিতে বাংলাদেশিদের বৃত্তির সুযোগ
বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সুযোগ দিচ্ছে ইউরোপের দানিয়ুব নদীর উপত্যকায় অবস্থিত দেশ হাঙ্গেরি। দেশটির স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আওতায় থাকছে এ সুযোগ। আট শতাধিক বিষয়ে ৩০টি বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনে বৃত্তির এ সুযোগ পাবেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ থাকবে। এ ছাড়াও মাসে আনুষঙ্গিক খরচের জন্য ১১০ ইউরো দেওয়া হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩,২৭০ টাকা। আবাসন খরচ হিসাবে দেওয়া হবে মাসিক প্রায় ১০০ ইউরো বা ১২,০৬৩ টাকা। বিশ্ববিদ্যালয় হোস্টেলে বসবাস করলে বাসন ভাতা না পেলেও হোস্টেল ভাড়া মওকুফ করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বছরে ১৭০ ইউরো বা প্রায় ২০,৫০৮ টাকার মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যবস্থা।
স্কুলে ভর্তির লটারি পেছাল
নিয়মকানুন ও শর্তাবলির মধ্যে রয়েছে স্নাতক প্রোগ্রামের জন্য এইচএসসি, স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ও ডক্টরাল প্রোগ্রামের জন্য ন্যূনতম স্নাতকোত্তর পাস হতে হবে। ডক্টরাল প্রোগ্রামে আবেদনের জন্য আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ের (হোস্ট ইউনিভার্সিটি) সুপারভাইজার তথা তত্ত্বাবধায়কের স্টেটমেন্ট অব অ্যাকসেপটেন্স যুক্ত করতে হবে আবেদনের সঙ্গে। মনোনয়নের যোগ্যতা হিসেবে ভাষাগত দক্ষতা বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সাথে একজন শিক্ষার্থী একাধিক প্রোগ্রামে আবেদন করতে পারবে না। এসব প্রোগ্রাম পরিচালিত হবে ইংরেজি ভাষায়।
বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থীরা স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম কর্তৃপক্ষ প্রদত্ত ঠিকানায় আবেদনের সুযোগ থাকবে। আবেদনের পাশাপাশি আবেদন কপি, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সনদসহ অন্যান্য কাগজপত্রের হার্ড কপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় বরাবর জমা দিতে হবে। হার্ড কপি অবশ্যই মন্ত্রণালয়ের দুই নম্বর গেটের সংশ্লিষ্ট বক্সে জমা দিতে হবে, নইলে আবেদন বিবেচনা করা হবে না।
উচ্চশিক্ষায় হাঙ্গেরিতে বাংলাদেশিদের বৃত্তির সুযোগ
বাংলাদেশিদের জন্য চালু হয়েছে যুক্তরাজ্যের ‘গ্রেট স্কলারশিপ’, আবেদন যেভাবে
উল্লেখ্য, স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আওতায় প্রোগ্রামের আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৪ সালের বিকেল ৪টা পর্যন্ত।