কক্সবাজার

উপজেলা নির্বাচনেও হারলেন চকরিয়ার সাবেক এমপি জাফর

সংসদ নির্বাচনের হারের পর এবার উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদেও নির্বাচন করে পরাজিত হয়েছেন সাবেক সংসদ সদস্য জাফর আলম। মঙ্গলবার সন্ধ্যায় চকরিয়া উপজেলা নির্বাচনের ঘোষিত ফলে তিনি তিন হাজার ৮৭০ ভোটে হেরেছেন তিনি।

জাফর আলম কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য। মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে ভরাডুবি হয় তার।

মঙ্গলবার সন্ধ্যায় চকরিয়া উপজেলা নির্বাচনের ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন।

এতে দেখা যায়, দোয়াত কলম মার্কার ফজলুল করিম সাঈদী ৫৬ হাজার ১২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাবেক সংসদ সদস্য ঘোড়া মার্কার প্রার্থী জাফর আলম পেয়েছেন ৫২ হাজার ২৫২ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের কাছে পরাজিত হন সাবেক সংসদ সদস্য জাফর আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *