চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলনে যাচ্ছে শিক্ষক সমিতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিকেলে চবি শিক্ষক সমিতির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আন্দোলনের কর্মসূচি সর্ম্পকে জানানো হয়। এর আগে আইন ও বাংলা বিভাগের নিয়োগকে কেন্দ্র করে কয়েক দফা আন্দোলন করে শিক্ষক সমিতি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার (১৪ জানুয়ারি) থেকে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষক সমিতির সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৭ ডিসেম্বর আইন ও বাংলা বিভাগে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে অনুষ্ঠিত নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে শিক্ষক সমিতির উদ্যোগে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন করা হয়। শীতকালীন ছুটি এবং ৭ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের কারণে কর্মসূচি ২২ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত ছিল।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, ‘উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরা আমাদের স্থগিত লাগাতার আন্দোলনে ফিরে যাচ্ছি। এর অংশ হিসেবে আগামীকাল থেকে তিনদিন আমরা অবস্থান কর্মসূচি পালন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *