আন্তর্জাতিক

উবারে ৬২ টাকার ভাড়া এলো সাড়ে ৭ কোটি!

বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল প্রচলিত, তবে রাইড শেয়ারিংয়ের মতো আধুনিক স্টার্টআপেও এমন কাণ্ড ঘটবে কে জানতো! আনুমানিক ৬২ টাকার ভাড়ার দূরত্ব পৌঁছানোর পর বেশি হলেও কত টাকা চার্জ আসতে পারে? ১০—২০ টাকা কিংবা তারও দ্বিগুণ। কিন্তু সেই ভাড়া যদি আসে সাড়ে ৭ কোটি! তখন আপনার কেমন লাগবে?

এমন আজগুবি বিলের ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের নয়ডায়। গত শুক্রবার উবারে অটো ‘বুক’ করার সময় ভাড়া দেখিয়েছিল ৬২ টাকা। কিন্তু গন্তব্যে পৌঁছে অটোর ভাড়া দেখে মাথায় বাজ পড়ল যুবকের! দীপক টেঙ্গুরিয়া নামে ওই যাত্রীকে বিল দেখায় ৭.৬৬ কোটি টাকা।

এমন ঘটনার পর বিস্মিত ওই যুবক সেই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে উবার চালকের সঙ্গে দীপকের ভাড়া নিয়ে কথোপকথন হচ্ছে। মোবাইলে ভিডিওটি করেছেন দীপকের বন্ধু আশিস।

এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে শেয়ার করা ওই ভিডিওতে দীপককে আশিস বলছেন, ‘কত টাকা ভাড়া দেখাচ্ছে?’ দীপক যখন তার ফোন উঁচু করে দেখান ‘ট্রিপ ফেয়ার’-এ দেখাচ্ছে ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৬৪৭ টাকা! পরে ঝড়ের বেগে ভাইরাল হয়ে গেছে ওই ভিডিও। ছড়াচ্ছে মিম।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইতোমধ্যে উবার কর্তৃপক্ষও প্রতিক্রিয়া দিয়েছে। তারা দীপকের কাছে ক্ষমা প্রার্থনা করে এই ব্যাপারটি দেখবে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *