চট্টগ্রাম

উৎপাদনের আগেই বাজারে সিএমপির বান!

উৎপাদন তারিখের আগেই বাজারজাত করা হয়েছে খাদ্যপণ্য! অলি-গলির কোনো প্রতিষ্ঠান নয়; চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইনের প্রতিষ্ঠান দামপাড়া ব্রেকারস্! প্রতিষ্ঠানটির প্যাকেটজাত করা বানে এমন অনিয়ম ধরা পড়েছে।

যদিও পুলিশ বলছে এটি ইচ্ছাকৃত নয়, ‘ভুলবশত’ হতে পারে। তবে ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে, এটি ডেট ম্যানিপুলেট করে তৈরি করা হয়েছে। যা আইনত দণ্ডনীয় অপরাধ।

বৃহস্পতিবার (১৩ জুন) এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন স্বপন ইসলাম নামে একজন বেসরকারি চাকরিজীবী।

ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘টাইম মেশিনে সিএমপি বেকারি আমাকে একদিন আগে নিয়ে গেল। আজ জুনের ১৩ তারিখে বসে আমি জুনের ১৪ তারিখের বান খাচ্ছি! ধন্যবাদ সিএমপি।’

ওই বানের প্যাকেটে দেখা গেছে, উপরে সিএমপির লোগো দেওয়া। উৎপাদনের তারিখ লেখা জুনের ১৪ তারিখ। মেয়াদোত্তীর্ণের তারিখের ঘরে লেখা জুনের ২০ তারিখ। বানের প্রস্ততকারক দামপাড়া পুলিশ লাইনের দামপাড়া বেকার’স।

জানা গেছে, বিএসটিআইয়ের অনুমোদন নিয়েই তৈরি করা হয় এই বান।

জানতে চাইলে স্বপন ইসলাম বলেন, ‘সিএমপির এই বেকারিতে মানসম্মত বান তৈরি হয় বলেই আমি জানি। তাই অফিসের ফাঁকে নাস্তা করতে আমি এই বান খাই। কিন্তু ওয়াসা মোড়ের একটি টং দোকান থেকে আমি আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে যখন বান খেতে যাই তখন উৎপাদন তারিখ দেখে আমার চক্ষু চড়কগাছ। আজ ১৩ তারিখে বসে ১৪ তারিখ উৎপাদন হওয়া বান খাচ্ছি।’

‘সিএমপির মতো একটি সংস্থার প্রতিষ্ঠানের কাছ থেকে এ ধরনের ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভুল কোনোভাবেই কাম্য নয়’- বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজকে বলেন, ‘এটি ভুলবশত হয়ে থাকতে পারে। তবে ইচ্ছাকৃত নয়।’

জানতে চাইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ বলেন, ‘উৎপাদনের একদিন আগে কীভাবে বাজারজাত হবে? যদি তারিখ ম্যানিপুলেশন করে তাহলে এটা হয়। অর্থাৎ তারিখ একদিন এগিয়ে দেওয়া হয়েছে। ভোক্তা আমাদের কাছে অভিযোগ করলে আমরা এক্ষেত্রে ব্যবস্থা নিবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *