এইচএসসির ৩ পরীক্ষার্থীর জামিন
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আটক থাকা তিন এইচএসসি পরীক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জামিন পেয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকার সিএমএম আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
তিনি জানান, শিগগিরই তারা কারামুক্ত হয়ে পরিবারের কাছে ফেরত যাবে।
বয়স বিবেচনায় তাদের নাম প্রকাশ করেনি শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে, আর বয়সসহ সামগ্রিক দিক বিবেচনায় চূড়ান্ত চার্জশিট থেকে তাদের নাম বাদ দেওয়ারও ব্যবস্থা নেওয়া হতে পারে। আর কোনো এইচএসসি পরীক্ষার্থীর আটকের তথ্য থাকলে তা শিক্ষা মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা খায়ের।
শিক্ষা মন্ত্রণালয় বলছে, নিরপরাধ কেউ যাতে আইনি হয়রানির শিকার না হয় সেজন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।