এক টাকা পারিশ্রমিক নেয়া নায়ক পেলেন ১০ কাঠার প্লট!
ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ এ অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। মাত্র ১ টাকার বিনিময়ে বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন এই নায়ক।
অভিনেতা এবার সংরক্ষিত কোটায় রাজউকের ১০ কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে এই বরাদ্দ দেওয়া হয়েছে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রাজউকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘সরকারি সিদ্ধান্তে এই প্লট বরাদ্দ পেয়েছেন আরিফিন শুভ। ‘
প্লট বরাদ্দ পাওয়ার বিষয়ে আরিফিন শুভ বলেন, ‘এ বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে জানাব। ‘
আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। বঙ্গবন্ধুর জীবন ও বাংলাদেশের স্বাধীনতার পূর্বাপর ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথভাবে প্রযোজিত। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।
এছাড়া রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে কাজ করেছেন।