চট্টগ্রাম

এখনো ‘ছুটি’ পায়নি ফায়ার সার্ভিস

ভয়াবহ অগ্নিকাণ্ডের ট্রমা কাটিয়ে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সুগার মিলে আবার উৎপাদন শুরু হওয়ার কথা ছিল শনিবার। তবে কারখানায় এখনো আগুনের ‘ক্ষত’ সারেনি; দেখা দিচ্ছে নানা সমস্যা। এসব ত্রুটির সমাধান হলেই শুরু হবে উৎপাদন। তবে দিনক্ষণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এদিকে, এস আলম সুগার মিলের আগুন নেভানো গেলেও ‘ছুটি’ পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদেরকে পালাবদল করে এখনো দায়িত্ব পালন করতে হচ্ছে কারখানায়।

ফায়ার সার্ভিস বলছে, গোডাউনের আগুন পুরোপুরি নিভে গেলেও সতর্কতার স্বার্থে ঘটনাস্থল পর্যবেক্ষণে রয়েছে দুটি ইউনিট।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা শনিবার বিকেলে বলেছেন, ‘কারখানায় আগুন লাগার ঘটনার পুরোপুরি রিপোর্ট এখনো আমাদের হাতে আসেনি। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখনো দায়িত্বরত আছে।’

প্রসঙ্গত, সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৫৩ মিনিটে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের এই চিনিকলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে খবর পেয়ে শুরুতে দুটি ইউনিট, পরে আরও ৫টি ইউনিটসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবু আগুন নিয়ন্ত্রণে না আসায় যুক্ত হয় আরো ৭টি ইউনিট। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট কাজ করে। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভানো সম্ভব হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *