জাতীয়

এতিম-বিধবা ও বয়স্কভাতা বাড়াবে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এতিম, বিধবা ও বয়স্কদের জন্য ভাতা বাড়াতে জেলা প্রশাসকরা (ডিসি) অনুরোধ করেছেন। আমি তাদের জানিয়েছি সামাজিক সুরক্ষাবেষ্টনীর সুবিধাভোগীদের ভাতা বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বেশিরভাগ ভাতার বণ্টন ও পরিচালনার সঙ্গে জেলা প্রশাসকরা যুক্ত। তাদের এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করার জন্য বলেছি।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, একই ভাতা বণ্টনের ক্ষেত্রে যেন কোনো অনিয়ম না হয় সে ব্যাপারে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে বলেছি।

সামাজিক নিরাপত্তাবেষ্টনীর কর্মসূচির দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকদের কী নির্দেশনা দেওয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে কোনো অনিয়ম যেন না হয়। যারাই অনিয়ম করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

ডা. দীপু মনি বলেন, যেহেতু এখন এসব ভাতা জাতীয় পরিচয়পত্র ও সরকার-টু-পাবলিক পদ্ধতিতে বিতরণ করা হয় তাই অনিয়ম কমে এসেছে। এরপরও যদি কোনো গ্যাপ থাকে তা চিহ্নিত করে আমাদের জানাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে প্রথম দিনের শেষ সেশনে সমাজকল্যাণ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের এ কার্য অধিবেশন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *