চট্টগ্রাম

এনএসআই কর্মকর্তা পরিচয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তা পরিচয়ে টাকা আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে ৯৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটরা হলেন, সীতাকুণ্ড উপজেলার মুজিবুর রহমান (৪৬) ও তার স্ত্রী মমতাজ বেগম (৩৪)।

গতকাল বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা নিজ বাড়ি তাদের আটক করা হয়েছে বলে আজ (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানায় চট্টগ্রাম র‍্যাব।

র‍্যাব-৭ জানায়, মনজুর আলম নামের এক ব্যক্তি এসএসসি পাসের পর থেকে চাকরির জন্য চেষ্টা করে আসছিলেন। ২০২১ সালে ভাগনির বিয়েতে মমতাজ বেগমের সঙ্গে তার পরিচয় হয়। এ সময় ভুক্তভোগী জানতে পারেন মমতাজ বেগম এনএসআই চট্টগ্রামের উপ-পরিচালক। মমতাজ বেগম ভুক্তভোগী মনজুরকে এনএসআইয়ে চাকরি দেওয়ার কথা বলে নানা সময়ে ৩৪ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেন।

র‍্যাব-৭ সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরীফ-উল-আলম বলেন, ইয়াবাসহ এক প্রতারক দম্পতিকে আটক করেছে র‍্যাব। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ শুক্রবার তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *