চট্টগ্রাম

এবার চায়না টু চট্টগ্রাম সরাসরি জাহাজ চালু করছে পিআইএল

এবার চায়না টু চট্টগ্রাম বন্দর রুটে সরাসরি জাহাজ চালু করছে সিঙ্গাপুর ভিত্তিক শিপিং কোম্পানি প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইনস (পিআইএল)। আগামী ৩১ আগস্ট থেকে শুরু হওয়া নতুন পরিষেবার অধীনে প্রতি সপ্তাহে একটি জাহাজ পরিচালনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ চলতি মাসের শুরুতে এই রুটে সরাসরি জাহাজ সার্ভিস চালু করেছে সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বের বৃহত্তম জাহাজ মালিকানা প্রতিষ্ঠান মেডেটেরেনিয়ান শিপিং কোম্পানি (এমএসসি)। এখন পর্যন্ত এমএসসি ও পিআইএল ছাড়া আরও তিনটি জাহাজ মালিকানা প্রতিষ্ঠানের জাহাজ চায়না টু চট্টগ্রাম বন্দর রুটে সরাসরি চলাচল করছে।

পিআইএলের কনটেইনার জাহাজ চীনের নিংবো বন্দর থেকে ছেড়ে যাবে। চট্টগ্রামে পৌঁছানোর আগে সাংহাই ও শেকাউ বন্দরে থামবে। ফিরতি যাত্রায় জাহাজটি সরাসরি নিংবোতে ফিরে যাবে।

পিআইএল’র তথ্য অনুসারে, চীন থেকে সরাসরি চট্টগ্রামে পণ্য পরিবহন করতে ৯ থেকে ১৪ দিন সময় লাগবে। বর্তমানে চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসতে মাঝপথে ট্রান্সশিপমেন্ট পোর্ট সিঙ্গাপুর বা কলম্বো হয়ে চট্টগ্রামে পৌঁছাতে ২০ থেকে ২২ দিনের সময় লাগে। এই সরাসরি জাহাজ চালুর সেবায় বাংলাদেশের পোশাক শিল্প উপকৃত হবে। কারণ বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের কাঁচামালের প্রায় ৭০ শতাংশ চীন থেকে আমদানি করা হয়। বর্তমানে, এই পোশাক শিল্পের কাঁচামাল ট্রান্সশিপমেন্ট পোর্ট যেমন তানজুং পেলেপাস, সিঙ্গাপুর, কলম্বো ও পোর্ট কেলাং এর মাধ্যমে পরিবহন করা হয়।

সরাসরি জাহাজ চালু প্রসঙ্গে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, দেশের পোশাক খাতের সিংহভাগ কাঁচামাল আসে চায়না থেকে। আর চায়না থেকে বাংলাদেশে পণ্য আসে অন্যান্য দেশের ট্রান্সশিপমেন্ট পোর্ট হয়ে। কখনও কখনও ওইসব বন্দরে জাহাজ জট থাকলে আমদানিকৃত কাঁচামাল আসতে সময় লাগে। এতে পোশাক পণ্য প্রস্তুত করে আবার ইউরোপ-আমেরিকাতে পাঠাতে সময় লেগে যায়। তাই চায়নার সঙ্গে নিয়মিত সরাসরি জাহাজ চলাচল করলে তৈরি পোশাকখাতসহ অন্যান্য আমদানিকারকরা উপকৃত হবে।

এ বিষয়ে চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জজ  বলেন, আমাদের দেশে যত আমদানি পণ্য আসে তার বেশিরভাগ আসে চায়না থেকে। তাই চায়নার সঙ্গে আমাদের সরাসরি জাহাজ চলাচল যত বেশি বাড়বে, তত বেশি আমাদের ব্যবসায়ীরা উপকৃত হবে। কারণ সরাসরি জাহাজ চলাচল করলে কম সময়ে পণ্য আনা যায় এবং খরচও কম হয়।

একই প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, চট্টগাম বন্দরে সঙ্গে ইউরোপের অনেক বন্দরের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল আগেই শুরু হয়েছে। এরপর থেকে অনেক শিপিং কোম্পানি চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি জাহাজ চালুর জন্য চেষ্টা করে যাচ্ছে। বন্দর কর্তৃপক্ষ সরাসরি জাহাজ চালুর জন্য সব সময় সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *