এবার বিএনপি নেতার ভবন থেকে এস আলমের বিলাসবহুল গাড়ি উদ্ধার
চট্টগ্রামে এবার বিএনপি নেতার বহুতল ভবনের পার্কিং থেকে এস আলম গ্রুপের একটি প্যারাডো মডেলের গাড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরের জামালখান এলাকার ‘স্যানমার স্প্রিং গার্ডেন’ নামের একটি বহুতল ভবনের নিচে পার্কিং থেকে এটি জব্দ করা হয়। গাড়িটির নম্বর চট্ট-মেট্রো ঘ-১১-৫৩৪৪।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বলেন, নগরের চেরাগী পাহাড় মোড়ে অবস্থিত একটি বহুতল ভবনের নিচে পার্কিং করে রাখা অবস্থায় প্যারাডো মডেলের গাড়িটি জব্দ করা হয়েছে। এটি শিল্প গ্রুপ এস আলমের বলে আমরা ধারণা করছি।
খোঁজ নিয়ে জানা গেছে, যে ভবনের নিচ থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে ওই ভবনের মালিক কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুরুল আলম চৌধুরী। ওই বাসার একটি ফ্ল্যাটে থাকেন তিনি।
এ প্রসঙ্গে কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুরুল আলম চৌধুরী রাতে জানান, ‘ভবনটি আমার পারিবারিক। আবাসন প্রতিষ্ঠানের মাধ্যমে এটি করিয়েছি। এই ভবনে ২৪টি ফ্ল্যাট আছে। এর মধ্যে একটিতে আমি পরিবার নিয়ে বসবাস করি। গাড়িটি আমার বাসার নিচে পার্কিং থেকে উদ্ধার করা হয়েছে। তবে আমার পার্কিং থেকে এটি উদ্ধার করা হয়নি। অন্য কারও পার্কিং থেকে এটি উদ্ধার করা হয়েছে। গাড়িটি আমি রাখিনি।’
এর আগে, কর্ণফুলী থানাধীন মইজ্জার টেক এলাকায় এস আলম গ্রুপের ওয়্যারহাউজ ফ্যাক্টরি থেকে একাধিক বিলাসবহুল গাড়ি গত বৃহস্পতিবার রাতের আঁধারে নিরাপদে সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এসব গাড়ি সরাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামসহ দলটির কয়েকজন নেতার বিরুদ্ধে সহায়তার অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়।
গত রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।