পার্বত্য চট্টগ্রাম

এবার মর্টারশেলের আওয়াজে কেঁপেছে নাইক্ষ‍্যংছড়ির ফুলতলী সীমান্ত

এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে ভেসে আসছে মর্টারশেল বিস্ফোরণের শব্দ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী সীমান্ত পিলার ৪৭ এলাকায় মর্টারশেল বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, অন্তত ৪টি মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ সীমান্ত এলাকায় আসে। তারা আরো জানান, তারা ভয়ে বাড়িতে আশ্রয় নিয়েছিলো। কারণ মর্টারশেলের আওয়াজ সেই রকম ভয়াবহ ছিলো।

উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরে উক্ত সীমান্ত এলাকা দিয়ে বিস্ফোরণের কোন আওয়াজ সীমান্ত এলাকায় আসেনি। ধারণা করা হচ্ছে ওই সীমান্ত এলাকার মিয়ানমারের ভিতরে হয়তো নতুন করে বিদ্রোহী সশস্ত্র গ্রুপের সঙ্গে সে দেশের সরকার নিয়ন্ত্রিত বাহিনীর মাঝে সংর্ঘষ হওয়ার কারণে বিস্ফোরিত শব্দ বাংলাদেশের অভ্যন্তরে এসেছে।

এ বিষয়ে জানতে ১১-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাহল আহমদ নোবেলকে একাধিকবার ফোন দিলেও তিনি তার ফোন রিসিভ করেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *