এবার সেন্টমার্টিনের পথে ৩০০ পর্যটক নিয়ে জাহাজ আটকা
৪৪ যাত্রী নিয়ে আটকে যাওয়ার তিনদিন পর টেকনাফ-সেন্টমাটিন ডুবোচরে এবার তিনশ যাত্রী নিয়ে আটকে যায় পর্যটকবাহী জাহাজ ‘এলটিসি কাজল’। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি আটকে যায়।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে সাগরের মাঝপথে এ ঘটনা ঘটে। তিন ঘণ্টা পর ত্রুটি সারিয়ে জাহাজটি রাত সাড়ে ৮টায় টেকনাফ জেটিতে পৌঁছে।
বিআইডব্লিউটিএর (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) টেকনাফের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া রাত সোয়া ৯টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ডুবোচরের কাছাকাছি পর্যটকবাহী জাহাজটি আটকে যায়। জাহাজে ৩০০ জনের মতো পর্যটক ছিল। পরে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে যান্ত্রিক ত্রুটির সমাধান করা হয়। জাহাজটি বিকাল ৫টার পরে পৌঁছার কথা থাকলেও টেকনাফ জেটিঘাটে পৌঁছায় রাত সাড়ে ৮টার দিকে’।
উল্লেখ্য, গত রবিবার (১০ ডিসেম্বর) সকালে টেকনাফ-সেন্টমাটিন শাহ পরীর দ্বীপ ঘোলারচর সংলগ্ন এলাকার ডুবোচরে পর্যটকবাহী ‘এমভি গ্রিন লাইন-১’ ৪৪ জন যাত্রী নিয়ে আটকে যায়। পরে কোস্ট গার্ড উদ্ধার করে।