চট্টগ্রাম

এবার হালদার শাখা খালে মিলল মরা মা কাতলা

হালদা নদীর শাখা খাল থেকে একটি মরা মা কাতলা মাছ উদ্ধার হয়েছে।

রোববার(০৭ জুলাই) দুপুর দুইটার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম খালে মরা মাছটি উদ্ধার করা হয়।

উরকিরচর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাজ্জাদ শাহ বলেন, মা মাছ ভেসে আসার পর সেটি উদ্ধার করি। পরে আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাই।

ইউএনও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে মা মাছটি মাটিচাপা দেওয়ার জন্য বলেন।

হালদা নদীবিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া বলেন, সম্প্রতি সাতটি মা মাছ ও দুটি ডলফিনের মৃত্যুর ঘটনা উদ্বেগজনক। কি কারণে এত স্বল্প সময়ে মা মাছ ও ডলফিনের মৃত্যু হচ্ছে সেটি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। সম্প্রতি মারা যাওয়া দুটি মা মাছের ময়নাতদন্ত শেষ হয়েছে। সেখানে দুষণের বিষয়টি সবার আগে রয়েছে। মা মাছ মৃত্যুর অন্য কারণেও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *