কক্সবাজার

এমপি জাফরের সম্পদের পাহাড়!

ক্ষমতার অপব্যবহার করে জাফর ও তার পরিবারের সদস্যরা সরকারি এবং ব্যক্তিমালিকানাধীন জমিদখল, অবৈধভাবে বালু উত্তোলন ও তা বিক্রি করে সম্পদের পাহাড় গড়েছেন বলে দুদকে অভিযোগ জমা পড়েছে। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত তাদের নামে অন্তত ২০০টি দলিল সম্পাদন হয়েছে বলে অভিযোগ পেয়েছে দুদক। এছাড়া তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাদের সম্পদ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক।

২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তার বার্ষিক আয়, অস্থাবর ও স্থাবর সম্পদ ছিল ১ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ৯৯৩ টাকা। যেখানে তার নিজের নামে ছিল ৯৭ লাখ ৪০ হাজার ৪৯৩ টাকার সম্পদ আর স্ত্রীর নামে ছিল ৬২ হাজার ৪০ টাকার ৫০০ টাকার সম্পদ। যৌথ মালিকানা বা তার আয়ের ওপর নির্ভরশীলদের কোন আয় ছিল না। সেই সময় এমপি জাফর আলমের বিরুদ্ধে আদালতে বিচারাধীন দুটি মামলা ছিল।

কিন্তু পরবর্তী পাঁচ বছরে এমপি জাফর আলমের সম্পদের পরিমাণ যেমন বদলে গেছে, তেমনি তার নামে থাকা মামলা দুটিও নিষ্পত্তি হয়ে গেছে।

২০২৩ সালে এসে তার বার্ষিক আয়, অস্থাবর ও স্থাবর সম্পদ দাঁড়িয়েছে ১৬ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৩০৫ টাকা। যেখানে রয়েছে তার নিজের নামে ১০ কোটি ৭৮ লাখ ৬৩ হাজার ৮৯ টাকার সম্পদ। তার স্ত্রীর নামে রয়েছে ২ কোটি ২১ লাখ ৭১ হাজার ২৫৪ টাকা, যৌথ মালিকানায় রয়েছে ৩ কোটি ২৩ লাখ ৯০ হাজার ৩৫৭ টাকা এবং তার আয়ের ওপর নির্ভরশীলদের রয়েছে ৩৩ লাখ ৯ হাজার ৬০৩ টাকার সম্পদ। আর বিচারাধীন দুটি মামলা থেকেও খালাস পেয়েছেন তিনি।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন বরাবরে এমপি জাফর আলমের জমা দেয়া হলফনামায় মিলেছে এসব তথ্য। আর এই দুই হলফনামার তথ্য বলছে, এমপি জাফর আলমের পাঁচ বছরে সম্পদ বেড়েছে ১০ দশমিক ৩৭ গুণ।

মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন জাফর আলম। গত পাঁচ বছরে এমপি জাফর আলমের সম্পদ বেড়েছে ১০ দশমিক ৩৭ গুণ। এনিয়ে ইতোমধ্যে নানা অভিযোগও উঠেছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২৪ আগস্ট জাফর আলম, তার স্ত্রী শাহেদা বেগম, ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন ও মেয়ে তানিয়া আফরিনকে তলব করেছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মনিরুল ইসলাম। গত ৪ সেপ্টেম্বর জাফর আলমসহ অভিযুক্ত চারজন দুদক কার্যালয়ে হাজির হয়ে সম্পদের বিবরণ তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *